আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৫০

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সোমবার বলেছেন, এ আন্তর্জাতিক সংস্থা রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি মানবিক অস্ত্রবিরতি পালনের প্রচেষ্টা চালাচ্ছে। প্রতিবেশি দেশ ইউক্রেনের ওপর রুশ আগ্রাসনের এক মাস পর বেসামরিক নাগরিক হতাহতের সংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকায় সংস্থাটি এ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। খবর এএফপি’র।
গুতেরেস সাংবাদিকদের বলেন, তিনি ইউক্রেনে মানবিক অস্ত্রবিরতি পালনের জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর অংশগ্রহণে দ্রুত সম্ভাব্য চুক্তি ও ব্যবস্থা নেয়ার প্রচেষ্টা চালাতে জাতিসংঘ মানবিক প্রধান মার্টিন গ্রিফিথসকে অনুরোধ জানিয়েছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত