আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৫৮

ইউক্রেন সফরের কোন পরিকল্পনা বাইডেনের নেই : হোয়াইট হাউস

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কিয়েভ সফরের কোন পরিকল্পনা নেই।
প্রেস সেক্রেটারি জেন পাসাকি সোমবার সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্টের কিয়েভ সফরের পরিকল্পনা নেই।
যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে মার্কিন সমর্থন প্রদর্শনে বাইডেনকে কিয়েভ সফরের অনুরোধ জানিয়ে আসছেন।
এদিকে বাইডেনের প্রধান নারী মুখপাত্র কিয়েভে মার্কিন দূতাবাস পুনরায় খোলার বিষয়ে আশা প্রকাশ করেন।  তবে তিনি নির্দিষ্ট কোন সময় সীমার কথা উল্লেখ করেন নি।
এ প্রসঙ্গে পাসাকি বলেন, নিশ্চিতভাবে এটিই আমাদের লক্ষ্য। কিয়েভে আমাদের কূটনৈতিক উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ।
এদিকে সিএনএনে রোববার প্রচারিত এক সাক্ষাতকারে জেলেনস্কি বলেন, আমি মনে করি বাইডেন সফরে আসবেন। তবে এটি তার সিদ্ধান্ত। অবশ্যই নিরাপত্তা পরিস্থিতির উপর এটি নির্ভর করবে।
তিনি আরো বলেন, তিনি যুক্তরাষ্ট্রের নেতা। এ কারনে পরিস্থিতি পর্যবেক্ষণে তার এখানে আসা উচিত।
উল্লেখ্য, এর আগে ইউরোপের কয়েকজন নেতা কিয়েভ সফরে গিয়ে জেলেনস্কির সাথে সাক্ষাত করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত