আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১০:৫৪

ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে সন্ত্রাসমুক্ত ও প্রতিযোগিতামূলক : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, প্রতিহিংসা নয়, ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে সন্ত্রাসমুক্ত, প্রতিদ্বন্দ্বিতামূলক ও প্রতিযোগিতামূলক, এটা আমরা সব সময় চাই এবং হচ্ছেও।

বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের  সাথে আইন শৃংঙ্খলা সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, খুলনা বিভাগে অনেকগুলো ইউনিয়নে আগামী ১১ ও ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া অন্যান্য এলাকায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনগুলো শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। সেখানে যেন কোন সহিংসতার ঘটনা না ঘটে সে ব্যাপারে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। সকলের জন্য গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য আচরণবিধি তৈরি করা আছে। সেটা পরিপূর্ণভাবে প্রতিপালন করলে সংঘাতের কোন কারণ থাকবে না।

এ সময় মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে অতিরিক্ত খুলনা বিভাগীয় কমিশনার আব্দুর রশিদ, খুলানার অতিরিক্ত ডিআইজি নাহিদুল ইসলাম, আঞ্চলিক নির্বাচন কমিশনার ইউনুস আলী, পুলিশ সুপার জহিরুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান, জেলা নির্বাচন কর্মকর্তা ওলিউল ইসলামসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা,  বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন।

আরো সংবাদ