আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৯:৩৬

ইন্দোনেশিয়ার নিখোঁজ সাবমেরিনের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ার নাঙ্গালা ৪০২ নামের নিখোঁজ সাবমেরিনটির সন্ধান পাওয়া গেছে বলে ধারণা করা হচ্ছে। শনিবার (২৪ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইন্দোনেশিয়ান নেভির চিফ অফ স্টাফ ইউদো মারগোনো।

সংবাদ মাধ্যম সিএনএন এর বরাতে জানা যায়, সংবাদ সম্মেলনে যে ছয়টি টুকরো দেখানো হয়েছে সেগুলো নিখোঁজ সাবমেরিনটির বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, এর আগে তারা জানিয়েছিলেন- শনিবারের ভোরের মধ্যে সাবমেরিনটির খোঁজ না পেলে ক্রুদের বাঁচানো সম্ভব হবে না। এরই মধ্যে সাবমেরিনটির সন্ধান ও উদ্ধারের জন্য সহায়তা দিতে এগিয়ে এসেছে মার্কিন সামরিক বাহিনী।

ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ অনুমান করছে, সাবমেরিনটিতে এখন যেটুকু অক্সিজেন আছে তাতে ক্রুদের জীবিত উদ্ধারের জন্য আর মাত্র কয়েক ঘণ্টা সময় আছে। মেজর জেনারেল আশমাদ রিয়াদ বলেছিলেন, আমাদের হাতে মাত্র শনিবার ভোর ৩টা পর্যন্ত সময় আছে। তাই আমরা সব ধরনের চেষ্টা করছি।

এর আগে সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছিলেন, এই সাবমেরিনটিতে স্থানীয় সময় শনিবার রাত তিনটা পর্যন্ত পর্যাপ্ত অক্সিজেন থাকবে। সেই সময়সীমা এখন পেরিয়ে গেছে।

সাবমেরিনটি খুঁজতে এ পর্যন্ত অস্ট্রেলিয়া, ভারত, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর সহায়তা প্রেরণ করেছে। যুক্তরাষ্ট্র নৌবাহিনীর একটি পি-৮ পসেইডন বিমান শনিবার ভোরে বালিতে অবতরণ করেছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত