আজ - শনিবার, ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ৭:৩৮

উত্তেজনার মধ্যেই চীন সীমান্তে ভারতীয় যুদ্ধবিমান

অরুণাচল প্রদেশে সক্রিয় কমব্যাট পেট্রোলিং শুরু করেছে ভারতীয় বিমান বাহিনী।

ভারতীয় বিমান বাহিনীর একটি সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর চীনা জেটগুলোকে উড়তে দেখার পরই ভারতীয় বিমান বাহিনী টহল কার্যক্রম শুরু করে।

এর আগে ভারতের অরুণাচল প্রদেশে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলও) ও ভারতীয় সেনাদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) রাতের ওই সংঘর্ষের ঘটনায় দুই পক্ষেরই বেশ কয়েক জন সেনা আহত হয়েছেন।

তবে আহত কতজন সেটিও প্রকাশ করা হয়নি। ভারতের তরফ থেকে ‘খুব কম’ সংখ্যক আহতের কথা বলা হলেও চীনের তরফ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।

শুক্রবার গভীর রাতে অরুণাচলে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) সংঘর্ষের ওই ঘটনা ঘটেছে।

এর আগে ২০২০ সালে লাদাখের গালওয়ান প্রদেশেও দুপক্ষের সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেবার ভারতের অন্তত ২০ সেনা নিহত হন। চীনের ৪০ জনের বেশি সেনা নিহত হয় বলে দাবি করে ভারত।

তবে এবারও গালওয়ানের মতোই দ্বিপাক্ষিক সেনাস্তরের ‘রুল অব এনগেজমেন্ট’ মেনে কোনো পক্ষই আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি।

ভারতের পক্ষ থেকে বলা হয়, শুক্রবার রাতে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতের এলাকায় ঢোকার চেষ্টা করলে ভারতীয় সেনা ‘দৃঢ়তার সঙ্গে প্রতিরোধ’ করে। সে সময় সংঘর্ষে দুপক্ষেরই বেশ কয়েক জন আহত হন।

আরো সংবাদ