আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১০:১৭

উপজেলা, পৌরসভা ও ইউপি নির্বাচনে ফরম সংগ্রহের আহ্বান আ.লীগের

০৪ নভেম্বর ২০২০ থেকে ১২ নভেম্বর ২০২০ সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৮টি উপজেলা পরিষদ, ৫টি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ-এর মনোনয়ন প্রত্যাশীদের বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি’র ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমন্ডি আ/এ, ধানমন্ডি, ঢাকা) দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ এবং ১২ নভেম্বর ২০২০ বিকাল ৫টার মধ্যে মনোনয়নের ফরম সংগ্রহ করতে পারবেন আগ্রহীরা।

মঙ্গলবার (৩ নভেম্বর) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি’র নির্দেশক্রমে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সকলকে যথাযথভাবে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোন প্রকার লোকসমাগম না করে (এক/দুই জন ব্যক্তির বেশি প্রবেশ না করা) আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার অনুরোধ করা হচ্ছে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।

যেসব উপজেলা পরিষদের নির্বাচন
নওগাঁর রানীনগর, পাবনার ঈশ্বরদী ও বেড়া, সাতক্ষীরার দেবহাটা, যশোরের বাঘারপাড়া, রাজবাড়ীর গোয়ালন্দ, কুমিল্লা ব্রাহ্মণপাড়া এবং নোয়াখালীর বেগমগঞ্জ।

যেসব পৌরসভায় নির্বাচন
গাইবান্ধার পলাশবাড়ী, মাদারীপুরের রাজৈর, ফরিদপুরের ফরিদপুর ও মধুখালী এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর।

যেসব ইউনিয়ন পরিষদে নির্বাচন
কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ও বন্দবের ও চর শৌলমারী ইউনিয়ন; চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়ন; বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ও দক্ষিণ উলানিয়া ইউনিয়ন; নরসিংদী জেলার মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়ন; শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার ডিএম খালি ইউনিয়ন; ময়মনসিংহ নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়ন; হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়ন; মৌলভীবাজার কুলাউড়ার উপজেলার বরমচাল ইউনিয়ন; কুমিল্লা মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন; রাঙ্গামাটি সদর উপজেলার মগবান ইউনিয়ন; এবং বিলাইছড়ি উপজেলার বড়থলী ইউনিয়ন।

আরো সংবাদ