আজ - রবিবার, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - ভোর ৫:০৫

এবার কোন দলে যাবেন মেসি?

মেসি ও বার্সেলোনা- একে অপরের পরিপূরক দুইটি নামই ছিল এতদিন। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার কথা বললে সবার আগে চলে আসত লিওনেল মেসির নাম। কিন্তু ২০২১-২২ মৌসুমে আর একসঙ্গে থাকা হচ্ছে না মেসি ও বার্সেলোনার।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় মধ্যরাতে এসেছে আনুষ্ঠানিক ঘোষণা। স্প্যানিশ লা লিগার নিয়ম অনুযায়ী অর্থনৈতিক জটিলতার কারণে মেসির সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করতে পারছে না বার্সেলোনা। তাই এখন ফ্রি এজেন্ট খেলোয়াড় হয়ে গেছেন মেসি।

অর্থাৎ এখন কোনো ট্রান্সফার ফি ছাড়াই যেকোনো ক্লাবে যোগ দিতে পারবেন মেসি। আর এ সম্ভাবনায় এরই মধ্যে উঠে এসেছে বেশ কয়েকটি ক্লাবের নাম। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানাচ্ছে ইংল্যান্ড, ইতালি বা ফ্রান্সের ৪টি ক্লাবের মধ্যে যেকোনো একটিতে যেতে পারেন মেসি।

এ তালিকায় সবার আগে রয়েছে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর (প্যারিস সেইন্ট জার্মেই) নাম। গত জুনে মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকেই ধারাবাহিকভাবে আগ্রহ প্রকাশ করে এসেছে ক্লাবটি। কিন্তু বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা জানিয়েছিলেন, যেকোনো সময় মেসির সঙ্গে নতুন চুক্তি করবেন তারা।

যেহেতু নতুন চুক্তি হয়নি। তাই এখন নিজের পছন্দমতো পারিশ্রমিক ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করে পিএসজিতেই যোগ দিতে পারেন মেসি। যেখানে তিনি সতীর্থ হিসেবে পাবেন বার্সেলোনার সাবেক সতীর্থ নেইমার জুনিয়র এবং আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়াকে।

এছাড়াও যেহেতু ফরাসি তরুণ কাইলিয়ান এমবাপের পিএসজি ছাড়ার সম্ভাবনা অনেক বেশি, তাই মেসির মতো বড় তারকাকে দলে ভেড়ানোর ইচ্ছা প্রবল ক্লাবটির। দলের চেয়ারম্যান নাসের আল খেলাইফি নিজেও অনেক বেশি আগ্রহ দেখিয়েছেন মেসিকে নেয়ার ব্যাপারে।

পিএসজির পরই আসছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির নাম। কেননা গতবছর মেসিকে কেনার জন্য ৭০০ মিলিয়ন ইউরো পর্যন্ত খরচ করার আগ্রহ দেখিয়েছিল তারা। কিন্তু বার্সেলোনার সঙ্গে আইনি ঝামেলায় জড়াতে হবে বিধায় তখন এ বিষয়ে আগাননি মেসি।

এবার আর বার্সেলোনার সঙ্গে চুক্তিসংক্রান্ত কোনো ঝামেলা নেই মেসির। তবে আর্থিক দিক থেকে খানিক পিছিয়ে গেছে ম্যান সিটি। কারণ সম্প্রতি ১১৮ মিলিয়ন ইউরোর বিনিময়ে অ্যাস্টন ভিলা থেকে জ্যাক গ্রিলিশকে দলে নিয়েছে তারা। তাই হয়তো আগের মতো বিশাল অঙ্কের প্রস্তাব তারা দিতে পারবে না।

তবে বার্নার্দো সিলভা ও রিয়াদ মাহরেজকে বিক্রি করে মেসির জন্য অর্থের ব্যবস্থা করার চেষ্টায় রয়েছে ম্যান সিটি। এছাড়া দলটিতে কোচ হিসেবে রয়েছেন মেসি সাবেক গুরু পেপ গার্দিওলা। যার অধীনে সর্বোচ্চ সাফল্য পেয়েছিলেন মেসি। তাই তার ম্যান সিটিতে যোগ দেয়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না।

এরপর খুব মৃদুভাবে হলেও, আলোচনায় রয়েছে ইংল্যান্ডের আরেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও ইতালির ক্লাব জুভেন্টাসের নাম। যদিও মেসিকে কেনার কোনো ইচ্ছার কথা আগে জানায়নি ইউনাইটেড। তবে ফ্রি এজেন্ট হওয়ার পর তাকে নেয়ার দৌড়ে নিশ্চিতভাবেই নাম লেখাবে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটি।

অন্যদিকে জুভেন্টাসে গেলে চির প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে একই জার্সি পরে খেলতে পারবেন মেসি। যা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন ফুটবল রোমান্টিকরা। যদিও এটির সম্ভাবনা বেশ কম। তবু এ বিষয়ে আলোচনার গুঞ্জন একদমই উড়িয়ে দেয়া যাবে না।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত