আজ - রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ১১:০৫

এ মাসেই খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আজকালের মধ্যে সিদ্ধান্ত নিয়ে চলতি মাসেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার চিন্তা ভাবনা চলছে। তবে করোনা পরিস্থিতির দিকেও নজর রাখতে হবে। যেন শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে কার্যক্রম চালাতে পারে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে তিনটি উপজেলার ২৯টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানের পর উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবারে এসব কথা বলেন তিনি।

ডা. দীপু মনি আরও বলেন, উচ্চ শিক্ষার জন্য সবার দ্বার উন্মুক্ত হয়েছে। এবারে মেধা তালিকাসহ যে হারে এইচএসসি পরীক্ষার্থী পাস করেছে, তাতে তাদের কোথাও ভর্তি সংকট হবে না। তাছাড়া সাধারণ শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষাকেও গুরুত্ব দিয়ে মেধার ভিত্তিতে সব শিক্ষার্থীকে ভর্তির সুবিধা নিশ্চিত করা হবে। শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২০২৫ সালের মধ্যে নতুন শিক্ষাক্রম পুরোপুরি চালু করতে আমরা সক্ষম হব।

এর আগে জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ হাইমচর, ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলার ২৯ জন নবনির্বাচিত চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান। এ সময় শপথ নেওয়া চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সরাসরি উপস্থিত ছাড়াও অনলাইনে ঢাকা থেকে যোগ দেন চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য মুহম্মদ সফিকুর রহমান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিলন মাহমুদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দাউদ হোসেন চৌধুরী প্রমুখ।

আরো সংবাদ