আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:৪৯

কঠোরভাবে অপরাধ দমনের আহ্বান প্রধানমন্ত্রীর

সাইবার অপরাধসহ অন্যান্য অপরাধ কঠোরভাবে দমন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘দেশে সাইবার অপরাধ ব্যাপক হারে বেড়ে গেছে। প্রযুক্তির ব্যবহার বাড়ার কারণে অপরাধ হচ্ছে। নারী ও শিশু নির্যাতন, মাদক, মানিলন্ডারিং মানবপাচারের মতো অপরাধও হচ্ছে। এসব কঠোরভাবে দমন করতে হবে।’

রবিবার (৩ জানুয়ারি) ৩৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হন তিনি।

এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘এখন আধুনিক প্রযুক্তির যুগ। সাইবার ক্রাইম ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। এটা কঠোরভাবে দমন করতে হবে।’ ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ তাৎক্ষণিকভাবে সাহায্য করে যাচ্ছে উল্লেখ করে তিনি ভুক্তভোগীদের এই নম্বরে অভিযোগ করার আহ্বান জানান।

প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যেসব অপরাধ সংঘটিত হয় সেগুলো দমন করতে হবে বলে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। গুজব বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়ে তিনি বলেন, ‘ফেসবুকে মিথ্যা তথ্যের ভিত্তিতে বিভিন্ন ধরনের অ্যাপস আছে। সেগুলোর মাধ্যমে বিশেষ করে কিশোর বা উঠতি বয়সের ছেলেমেয়েরা অপরাধের সঙ্গে জড়িত হচ্ছে। সেখান থেকে তাদের বের করে তারা যাতে সুস্থ জীবনে ফিরে আসে সেই ব্যবস্থা নিতে হবে। গুজব রটানো বা এ ধরনের কাজ যেন কেউ করতে না পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে।’

সব ধরনের অপরাধ দমনের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নারী ও শিশুর প্রতি যে সহিংসতা চলছে তা বন্ধে ব্যবস্থা নিতে হবে। এসব সামাজিক অপরাধ বা নানা ধরনের পারিবারিক অপরাধ দমনে পুলিশ অনবদ্য ভূমিকা রেখে যাচ্ছে। এটা আরও দক্ষতার সঙ্গে দমন করতে হবে। মানি লন্ডারিং, সাইবার ক্রাইম, মানবপাচার শুধু বাংলাদেশের নয়, বৈশ্বিক অপরাধ সমস্যা। এ থেকে দেশকে রক্ষা করতে হবে। তাছাড়া সন্ত্রাস-জঙ্গিবাদ দমন করার দিকে দৃষ্টি দিতে হবে।’

তিনি বলেন, ‘জরুরি সেবা প্রদান করে পুলিশ ভূয়সী প্রশংসা পাচ্ছে এবং ভালো কাজ করে যাচ্ছে। সন্ত্রাস-জঙ্গিবাদ দমনেও পুলিশ যথেষ্ট শক্তিশালী ভূমিকা রেখেছে। এজন্য অনেকে (পুলিশ) জীবন পর্যন্ত দিয়েছেন।’
মাদকের হাত থেকে প্রতিটি পরিবারকে রক্ষা করার আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘মাদক আমাদের সমাজকে কুরে কুরে খাচ্ছে, মাদকের হাত থেকে প্রতিটি পরিবারকে রক্ষা করতে হবে।’
এ সময় পুলিশ বাহিনীর উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন শেখ হাসিনা। বক্তব্য শুরুর আগে প্রধানমন্ত্রী কুচকাওয়াজ উপভোগ করেন।

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমি প্রান্তে এ সময় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোস্তফা কামাল উদ্দীন, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ পুলিশের শীর্ষ কর্মকর্তারা।

আরো সংবাদ