আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১০:০৯

করোনার কারনে ইউপি নির্বাচন স্থগিত হচ্ছে

করোনাভাইরাসের কারণে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিতের পরিকল্পনা করেছে স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান জনপ্রতিনিধিদের দিয়ে কাজ চালিয়ে নেওয়ারও চিন্তাভাবনা করা হচ্ছে।

জানতে চাইলে স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদ আজ সোমবার প্রথম আলোকে বলেন, ‘আমরা এ রকম পরিকল্পনা নিচ্ছি।

করোনাভাইরাসের কারণে তো নির্বাচন করা যাবে না। তখন তো একটা উপায় বের করতে হবে। তারই চিন্তাভাবনা করছি আমরা।

তবে এখনো সিদ্ধান্ত হয়নি। পরিকল্পনা করছি, উপায়টি কী হবে।’

আরো সংবাদ