আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৪:৫৫

করোনা আক্রান্ত হওয়ায় চট্টগ্রাম টেস্ট খেলবেন না সাকিব

প্রানঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাই আগামী ১৫ মে থেকে শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রামে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট থেকে নিজের  নাম প্রত্যাহার  করে নিয়েছেন সাকিব।
বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফেরার পর করোনা পরীক্ষায় পজিটিভ হন সাকিব।
আজ তিনি বলেন, ‘গতকাল দেশে ফেরার পর বাধ্যতামূলক করোনভাইরাস পরীক্ষা করা হয় সাকিবের। পরীক্ষায় পজিটিভ আসে সাকিবের। এখন নিজ বাসায় আইসোলেশনে আছেন তিনি।’
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ‘সিরিজের ম্যানেজড ইভেন্ট এনভায়রনমেন্ট (এমইই) প্রোটোকল অনুসারে, দলে যোগ দেয়ার শর্ত অনুসারে পিসিআর এবং অ্যান্টিজেন পরীক্ষা করানো হয় সাকিবের। দু’টি পরীক্ষাতেই পজিটিভ হন সাকিব। সেল্ফ আইসোলেশনে নিজের পুর্নবাসন প্রক্রিয়া চালাবেন তিনি এবং যথাসময়ে আবারও করোনা পরীক্ষা করা হবে। এতে প্রথম টেস্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন  তিনি।’
প্রটোকল অনুসারে, সাত দিন বাড়িতে কোয়ারেন্টাইনে থাকতে হবে সাকিবকে। বুধবার থেকে চট্টগ্রামে বাংলাদেশের অনুশীলনে যোগ দেয়ার কথা ছিল সাকিবের।
পারিবারিক কারনে দক্ষিণ আফ্রিকার মাটিতে দুই টেস্ট মিস করেছিলেন সাকিব। বিভিন্ন কারনে গেল কয়েক বছর ধরে বাংলাদেশের বেশিরভাগ টেস্ট ম্যাচ মিস করছেন সাকিব।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত