আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:১৯

কালিগঞ্জে গাঁজাসহ ইউপি সদস্য ও সহযোগী আটক

বিশেষ প্রতিনিধি: কালিগঞ্জের ধলবাড়িয়া ইউপি’র ১নং ওয়ার্ডের মেম্বর প্রশান্ত কুমার হালদার ওরফে বাবু হালদার (৪৪) এর বাড়ি থেকে ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসময় বাবু হালদাার ও মাদক ব্যবসার অন্যতম সহযোগী ড্যামরাইল গ্রামের হাজারী মন্ডলের ছেলে শশাঙ্ক মন্ডলকে আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে থানার সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমানের নেতৃত্বে পুলিশ ধলবাড়িয়া ইউনিয়নের সদরকাটি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ইউপি সদস্য’র বাড়িতে অভিযান চালিয়ে সাড়ে ৭শ’ গ্রাম গাঁজাসহ ইউপি সদস্য ও তার সহযোগী শশাঙ্ককে আটক করা হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় মামলা হয়েছে। আসামিদেরকে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ