আজ - শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - বিকাল ৩:৪৯

কালিগঞ্জ বেদে পল্লীতে পেটে রড ঢুকিয়ে যুবক হ ত্যা।

কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লীতে পূর্ব শত্রুতার জেরে তালেব হোসেন (৩২) নামে এক যুবকের পেটে রড ঢুকিয়ে হত্যা করা হয়েছে। এ সময় ঠেকাতে গিয়ে নিহত তালেবের শ্বশুর ছবেদ আলীও আহত হয়। তালেব ওই এলাকার মৃত আয়ুব আলীর ছেলে। বৃহস্পতিবার রাত সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর পালিয়ে যাবার সময় পুলিশ রুবেলকে আটক করেছে। এ ঘটনায় দুপুরে নিহতের বড় ভাই মোহাম্মদ আলী বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

স্থানীয়রা জানায়, তালেব হোসেন এলাকায় থাকেন না। প্রতিবেশি রুবেলের সাথে তার দীর্ঘদিনের বিরোধ ছিল। গত এক সপ্তাহ আগে তালেব হোসেনের বাবা আয়ুব হোসেন মারা যাওয়ায় সে বাড়িতে এসেছিল। বৃহস্পতিবার সকালে তার চলে যাওয়ারও কথা ছিল। এদিন তালেব তার শ্বশুর বাড়ি ঘুমিয়ে ছিল। এ সময় প্রতিপক্ষ রুবেল তালেবের উপর হামলা করে মারপিট শুরু করে। এক পর্যায়ে রুবেল তার বানর বাঁধা রড দিয়ে তালেবের পেটে ঢুকিয়ে দেয়। এ সময় জামাইকে বাঁচাতে আসলে শ্বশুর ছবেদ আলীকেও পিটিয়ে আহত করে পালিয়ে যায়। আহতদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তালেবকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকারী রুবেলকে পুলিশ আটক করেছে।  মৃতদেহের ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত