আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:২৯

কালীগঞ্জের প্রতিবন্ধী রাশেদ ৭ দিন ধরে নিখোঁজ

ঝিনাইদহ কালীগঞ্জের রাশেদ হোসেন (২৫) নামের এক মানষিক ভারসাম্যহীন প্রতিবন্ধী ৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন। সে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত একটি হোসেনের ছেলে। অসহায় মা ছেলের সন্ধান চেয়েছেন। গত (১৬ নভেম্বর) সোমবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে কোলা ইউনিয়নের কালাবাজার থেকে নিখোঁজ হয় সে। সেই থেকে তার পরিবারের লোকজন আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন এলাকায় খোঁজাখুজি করেও তার সন্ধান মেলাতে পারেনি। প্রতিবন্ধী রাশেদ স্পষ্টভাবে কোন কথা বলতে পারেনা। দুটো টাকা দেও শুধু মাত্র এই কথাটুুকুই বলতে পারে। যদি কোন স্বহৃদয়বান ব্যক্তি রাশেদের সন্ধান পান তাহলে ০১৭৪৯-৮৫০৯৮৬, ০১৯২৪-৭৬৬১৭৯ নম্বর মোবাইলে যোগাযোগ করার জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

আরো সংবাদ