আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ২:২০

কেশবপুর পৌর ভোগতি-নরেন্দ্রপুর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মীসমাবেশ অনুষ্ঠিত

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥ যশোরের কেশবপুর পৌরসভার ২ নং ভোগতি-নরেন্দ্রপুর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মীসমাবেশ শুক্রবার সন্ধ্যায় শহরের বায়সা মোড়ে অনুষ্ঠিত হয়েছে। ২নং ভোগতি-নরেন্দ্রপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এস এম হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও আওয়ামী লীগনেতা মিজানুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিক্ষাবিদ এস এম রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম পিটু, পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সাহা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ ও প্রচার সম্পাদক নূরুল ইসলাম খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর মেহেরুন নেছা মেরী, ২ নং ভোগতি-নরেন্দ্রপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগনেতা আবু শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক তরিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগনেতা শাহারিয়ার হাবিব, পৌর ছাত্রলীগের সাইফুল ইসলাম প্রমুখ।

আরো সংবাদ