আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১:২৯

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার প্রয়োজন হলে বিবেচনা করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রয়োজন হলে বিষয়টি বিবেচনা করবে সবরকার।

বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তারা সেটা পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত জানাবে।

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে সরকারের কাছে আবেদন করেছে তার পরিবার। 

বুধবার রাতে ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসভবনে যান খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার। সেখানে তিনি আবেদনপত্রটি হস্তান্তর করেন।

আরো সংবাদ