আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৯:৩১

গত ২৪ ঘন্টায় যশোরে করোনা শনাক্ত ১৪ জনের

গত ২৪ ঘন্টায় যশোরে নতুন করে করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১৪ জনের। শনাক্তের হার ২৩ শতাংশ। এরই মধ্যে কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত পাসপোর্ট যাত্রী রয়েছেন একজন। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নজরুল ইসলাম নামে এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। সীমান্তবর্তী জেলা হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে উচ্চ ঝুঁকিতে রয়েছে যশোর জেলা। মে মাসে গড় শনাক্তের হার ছিলো ১৮ শতাংশ। তবে চলতি সপ্তাহে এ হার বাড়তে থাকে।

গত ২৪ ঘন্টায় এ জেলায় ৬২ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এরইমধ্যে কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত পাসপোর্ট যাত্রী রয়েছেন একজন। এদিকে এ পর্যন্ত জেলায় ৭ হাজার ২২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৩ জন। এর মধ্যে ভারতফেরত ২৫ জন বলে জানিয়েছেন যশোর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।

এছাড়া জেলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান।

তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিনটি ওয়ার্ডে স্বাস্থ্যবিধি মানতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনের। ওই ওয়ার্ডগুলোতে চলাচল সীমাবদ্ধ করা হচ্ছে।

তবে স্থানীয়রা বাঁশের ব্যারিকেড ভেঙ্গেই চলাচল অব্যাহত রেখেছে। তাদের দাবি কঠোরতার বিষয়ে তারা কিছুই জানেন না।

আরো সংবাদ