চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ২৫ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর।
চতুর্থ ধাপে ৮৪০ ইউনিয়ন পরিষদ ও তিন পৌরসভায় ভোট হবে ২৩ ডিসেম্বর।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হুমায়ুন কবীর খোন্দকার এ তফসিল ঘোষণা করেন।
তিনি জানান, চতুর্থ ধাপে ২৫ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। ২৯ নভেম্বর হবে মনোনয়নপত্র যাচাই-বাছাই।
সচিব জানান, ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত আপিল করার সুযোগ পাবেন প্রার্থীরা। ৩ থেকে ৫ ডিসেম্বর প্রার্থীদের আপিল নিষ্পত্তি করবে ইসি।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেয়া হবে ৭ ডিসেম্বর।