আজ - শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৮:৫২

চুড়ামনকাঠি আলম হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

২৩ সেপ্টেম্বর বেলা অনুমান ১ ঘটিকার সময় চুড়ামনকাঠি ইউনিয়নের ছাতিয়ানতলা বাদী জনৈকা মোছাঃ রোকসানা বেগম এর পুরাতন বাড়ীর সামনে ঘটনায় জড়িত আসামীরা পূর্ব শত্রুতার কারনে পূর্ব পরিকল্পিতভাবে লোহার রড, দা, অবৈধ অস্ত্রশস্ত্র সহকারে ছাতিয়ানতলা স্টেশনের পাশে তাদের পুরাতন বাড়ীর সামনে তার স্বামী আলম মন্ডলকে আক্রমণ করে, মারপিট করিতে করিতে একটি গাড়ীতে তুলিয়া খুন করার উদ্দেশ্যে চুড়ামনকাঠি কাজীর বাগান নামক স্থানে নিয়া যায়। আসামীরা বাদীর স্বামীকে খুন করার উদ্দেশ্যে লোহার রড দিয়া বুকে আঘাত করিয়া গুরুতর জখম করে এবং আলম মন্ডল মাটিতে পরে গেলে আসামীরা দা ও চাকু দিয়া দুই পায়ের হাটুর নিচে হইতে কুপাইয়া কাটা গুরুতর জখম করে। আসামীরা লোহার রড দিয়া বাদীর স্বামীর ডান পায়ে আঘাত করিয়া পায়ের হাড়ভাংগা গুরুতর জখম করে। আসামীরা বাদীর স্বামীকে হত্যার উদ্দেশ্যে গলাচাপিয়া শ্বাসরোধ করার চেষ্টা করে। পুলিশ বাদীর স্বামীকে উদ্ধার করিয়া হাসপাতালে নেওয়ার পথে বাদীর সাথে দেখা হয়। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করিয়া ভিকটিম আলম মন্ডল কে মৃত ঘোষণা করেন।

বাদীর এজাহারের ভিত্তিতে কোতয়ালী মডেল থানার মামলা দায়ের করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সালাউদ্দিন খান তদন্তভার গ্রহণপূর্বক তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীদের অবস্থান শনাক্ত করেন এবং ঘটনায় জড়িত আসামী তানভীর হাসান রক্সি, মানিক মন্ডল দের ২৪/০৯/২২ খ্রিঃ তারিখ ভোর রাত ০৩:৩০ ঘটিকা হতে ০৪:০০ ঘটিকার মধ্যে কোতয়ালী মডেল থানাধীন চুড়ামনকাঠি হতে গ্রেফতার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামীরা পূর্ব শত্রুতায় পূর্ব পরিকল্পিতভাবে ঘটনার দিন ও সময়ে ডিসিস্ট আলম মন্ডলকে হত্যা করে।

আরো সংবাদ