আজ - বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ৭:৩৬

চুয়াডাঙ্গা সদরে বেশি দামে চিনি বিক্রি করায় ভোক্তাঅধিকারের অভিযান, জরিমানা

চুয়াডাঙ্গা সদরে বেশি দামে চিনি বিক্রি করায় ভোক্তাঅধিকারের অভিযান, জরিমানা

চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্য নিয়ন্ত্রণে গতকাল রবিবার (২৩শে অক্টোবর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে অভিযান পরিচালিত হয়।

পরিচালিত অভিযানে বেশকিছু নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের প্রতিষ্ঠানে তদারকি করা হয় এসময় মেসার্স আশাদুল স্টোর নামক প্রতিষ্ঠানে তদারকিতে ২৩ দিন আগের ৭৮ টাকা কেজি দরে ক্রয়কৃত চিনি সরকার নির্ধারিত দামের অতিরিক্ত ১০০ টাকা দরে বিক্রয়ের প্রমাণ পাওয়া যায় যেখানে সরকার নির্ধারিত দাম ৯০ টাকা কেজি, এছাড়া প্রতিষ্ঠানটি থেকে বিক্রয়ের উদ্দেশ্য সংরক্ষিত প্রচুর মেয়াদ উত্তীর্ণ পণ্য জব্দ করা হয়, নিত্যদিনের মূল্যতালিকাও প্রদর্শন করা নাই।

উক্ত অপরাধে প্রতিষ্ঠানটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ৩৮ ধারায় ১০ হাজার টাকা, ৪০ ধারায় ৫০ হাজার টাকা ও ৫১ ধারায় ৪০ হাজার টাকাসহ মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ সময় সবাইকে সরকার নির্ধারিত ও ন্যায্য মূল্যে পণ্য বিক্রয়ের নির্দেশনা দেয়া হয়।

সাধারণ ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে আইনের সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ। সহযোগিতায় ছিলেন সরোজগঞ্জ পুলিশ ফাড়ির একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ