আজ - শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সন্ধ্যা ৬:১৩

চ্যানেল সিক্স – সাংবাদিক নিয়োগ চলছে!

প্রেস রিলিজ :- যে সাংবাদিকতা সাগর-রুনির হত্যাকান্ডের রসহ্য উন্মোচন করতে পারেনা। ২১ আগষ্ট গ্রেনেড হামলার নেপথ্য কাহিনী জানাতে পারেনা। ইলিয়াস আলীসহ সকল নিখোজ কাহিনীর মুলোৎপাটন করতে ব্যার্থ হয়-এমন সাংবাদিকতার ধ্যান- ধারনা পাল্টে দেওয়ার সময়
এসেছে। বিবেক তাড়িত এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে। “চ্যনেল সিক্স” এর অনুসন্ধানী টিমের সদস্যরা খুঁজে ফিরছে সকল নিখোঁজ রসহ্য, অমিমাংসিত সব ঘটনার নেপথ্য ঘটনা জানাতে যোগ দিতে পারেন আমাদের টিমে। লাইভ টেলিকাষ্টসহ অনলাইন টেলিভিশন “চ্যানেল সিক্স” সব
সময় চেষ্টা করবে দেশের আনাচে কানাচের খবরের সর্বশেষ আপডেট দিতে। তাই, অচিরেই এই অনলাইন টেলিভিশনটি বাংলাদেশের প্রথম শ্রেণীর টেলিভিশনের মধ্যে প্রথম অবস্থানে আনার লক্ষ্যে যাবতীয় কার্যক্রম হাতে নিয়েছে। তাই, “চ্যানেল সিক্স” এ,রোমাঞ্চকর পেশা সাংবাদিকতায় আসতে পারেন আপনিও। দরকার অনুসন্ধানী মন, অদম্য ইচ্ছাশক্তি, হুমকি ও প্রলোভন কে উপেক্ষা করার মত মানষিক দৃঢ়তা। আপনার একটি রিপোর্ট বদলে দিতে পারে সমাজের সব অনাকাঙ্ক্ষিত ঘটনা। আপনি যদি সৎ, পরিশ্রমী, সাহসী, উদ্দমী হয়ে থাকেন তাহলে আপনি ও আমাদের সাথে লিখতে পারেন। আপনার ইচ্ছা শক্তিকে বাস্তবতায় রুপ দিতে অনলাইন টেলিভিশন”চ্যনেল সিক্স” দেশের নবীন,প্রবীসের সম্বনয়ে গঠিত হচ্ছে নিজস্ব কর্মী বাহিনী।যা অনলাইন সংবাদ মাধ্যমের ধারনা পাল্টে দিতে আমরা বদ্ধ পরিকর।সবার আগে দেশ ও বিদেশের সব খবরের পিছনের খবর জানতে ও জানাতে দেশের প্রতিটি জেলায় প্রতিনিধি,থানা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি,বিশ্ববিদ্যালয় প্রতিনিধি,ব্যুরো চিফ,ও গুরুত্বপূর্ণ বিটে স্টাফ রিপোর্টার,এবং স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয় থেকে পুরুষ/মহিলা সেচ্ছাসেবী শিক্ষানবিশ সাংবাদিক নিয়োগ করা হবে । সাংবাদিকতার মত একটি মহান পেশায় যদি নিজেকে নিয়োজিত করতে চান,তাহলে ইমেইলের মাধ্যমে সদ্যতোলা রঙ্গিন ছবি ও জীবন বৃত্তান্ত আবেদন পত্র,শিক্ষাগত যোগ্যতার সনদ,এবং জাতীয় পরিচয়পত্রের অনুলিপি,ই-মেইলে পাঠিয়ে দিন।আমরা আপনার সাথে যোগাযোগ করব “চ্যনেল সিক্স” নির্বাচিত সংবাদ কর্মীদেরকে যোগ্যতা অনুযায়ী সম্মানী প্রদান করবে ।

আরো পড়ুন : একুশে পদকপ্রাপ্ত বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১০২তম জন্মবার্ষিকী আজ

প্রর্থীর যোগ্যতা:
# শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচ,এস,সি.অথবা সমমান হতে হবে।
# প্রার্থীর নিজেস্ব ল্যাপটপ/ কম্পিউটার থাকতে হবে
# এম,এস,ওয়ার্ডে বাংলায় টাইপিং জানতে হবে।
# ক্যামেরা থাকা বাধ্যতামুলক
# কোন কপি রাইট সংবাদ প্রেরন করা যাবে না।
# প্রেরিত সংবাদের সহিত সংবাদ সর্ম্পকিত ছবি/ভিডিও পাঠানোর চেষ্টা করতে হবে।

# নির্ধারিত সময়ের মধ্যে সংবাদ প্রেরণ করতে হবে।

আমেরিকা অফিসঃ- ১৭১,হিলিয়ার্ড স্ট্রিট,ম্যানচ্যাস্টার সিটি,কানেক্টিকাট-০৬০৪২.
বিডি অফিসঃ- চান্দনা চৌরাস্তা,জয়দেবপুর গাজীপুর।

তুলি মিডিয়া ইন্টারটেইনমেন্ট লিঃ এর একটি অঙ্গ প্রতিষ্ঠান
এ ছাড়া অন্য কোনো সহযোগিতার প্রয়োজন হলে আমাদের অবশ্যই জানাবেন ।যোগাযোগ:-01714709953- 01756651868

ওয়েব সাইট:- www.channel6bd.com ই-মেইল : channel6bd@gmail.com
Facebook/channel6online

বিজ্ঞপ্তি : স্মারক নং: খানজাহান আলী ২৪ডট কম ১৮-০৩-২০১৮। ওয়েব সংস্করন।

আরো সংবাদ