আজ - সোমবার, ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা শাওয়াল, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ৮:১৩

চ্যাম্পিয়ন্স লিগে সিটির মুখোমুখি পিএসজি; মাঠে নামতে প্রস্তুত মেসি

আজ রাতে আবারও শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের লড়াই। যেখানে গ্রুপ সি এর হাইভোল্টেজ ম্যাচে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) মুখোমুখি হবে দুই জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই ও ম্যানচেস্টার সিটি। চোট কাটিয়ে আজ মাঠে ফিরছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

নেইমার-এমবাপ্পের দ্বন্দের খবর চাউড় হয়েছে গণমাধ্যমে। এমন পরিস্থিতিতেই ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসর চ্যাম্পিয়ন্স লিগের বিগ ম্যাচে মুখোমুখি হচ্ছে দলদুটি। ইনজুরিতে গত দুই ম্যাচ মিস করলেও সিটির বিপক্ষে মাঠে নামতে পুরোপুরি প্রস্তুত লিওনেল মেসি। তবে নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচ মিস করবেন আরেক আর্জেন্টাইন আনহেল ডি মারিয়া।

অন্যদিকে ম্যানসিটি আছে বেশ ভালো ছন্দে। সেই সাথে পিএসজির সাথে তাদের রেকর্ডটাও দুর্দান্ত। দুই দলের ৫ দেখায় সিটি জিতেছে তিন ম্যাচ আর ড্র করেছে দুই ম্যাচ। অর্থাৎ, পিএসজির কাছে হারেনি গার্দিওলার দল। প্যারিসের ক্লাবটির বিপক্ষে মাঠে নামার আগে অবশ্য ইনজুরির কারনে ইলকাই গন্ডোয়ানের সার্ভিস পাচ্ছে না সিটিজেনরা।

আরো সংবাদ