ঝিকরগাছা পৌরসভার ভোটারদের ভোট দানের দীর্ঘ ২১ বছরের অপেক্ষার পালা শেষে আজ ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বেলা ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কেন্দ্রে কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে শান্তিপূর্ণভাবে। নির্বাচনে মোস্তফা আনোয়ার পাশার নৌকা প্রতীকের সাথে ইমরান হাসান সামাদ নিপুনের’র কম্পিউটার প্রতীকের মূল লড়াই হচ্ছে। ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে প্রশাসন শতভাগ মাঠে রয়েছেন। সকাল ৮ টাকা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ তা চলবে বিকাল ৪ টাকা । ২১ বছর ধরে চেয়ে আছেন ভোট দেয়ার অপেক্ষায়। আজ সেই ভোট দেয়ার আনন্দে ভাসছেন ঝিকরগাছা পৌরসভাবাসী। তাও আবার ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) এর মাধ্যমে ভোট দেবেন।
পৌরসভার নির্বাচন শান্তিপূর্ণভাবে গ্রহণের ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হক বলেন, নির্বাচনের মাঠ শান্তিপূর্ণ রাখতে রাবের ৩ টি টিম, বিজিবির ২ প্লাটুন ও আনসার বাহিনীর একটা প্লাটুন সদস্য সার্বক্ষণিক দায়িত্বে আছেন। নির্বাচন সুষ্ঠু করতেই এই ব্যবস্থা নেয়া হয়েছে।
নির্বাচন কার্যক্রম পরিচালনায় পুলিশের কার্যক্রম তদারকির দায়িত্বে নিয়োজিত অ্যাডিশনাল এসপি সাইফুল ইসলাম বলেন, প্রতি কেন্দ্রে ১ জন ওসিসহ ১০ জন পুলিশ আছেন। এছাড়াও ২ জন অ্যাডিশনাল এসপি এবং ২ জন এএসপি আইনশৃংখলা রক্ষার দায়িত্বে আছেন। ভোট শতভাগ নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হচ্ছে।
রিটার্নিং অফিসার হুমায়ুন কবির বলেন, ১৪ টি ভোট কেন্দ্রে ৮৬ টি বুথের মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে।
মোস্তফা আনোয়ার পাশা এবং ইমরান হাসান সামাদ নিপুন এবং ছেলিমুল হোক সালাম প্রত্যেকেই জয়ের ব্যাপারে আশাবাদী।
নির্বাচনে মেয়র পদে ৬ জন, কাউন্সিলর পদে ৬৪ ও নারী কাউন্সিলর পদে ১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ নির্বাচনে পৌরসভার ২৫ হাজার ৯২৭ জন ভোটারের মধ্যে ১২ হাজার ৪৭৫ জন পুরুষ এবং ১৩ হাজার ৪৫২ মহিলা ভোটার। পৌর মেয়র হিসেবে কাকে আগামী পাঁচ বছরের জন্য বেছে নিবেন সেটাই এখন দেখার সময়।