আজ - শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:৫০

ঝিনাইদহ পানিতে ডুবে শিশুর মৃত্যু।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেথুলী গ্রামে পুকুরে গোসল করতে নেমে ফাতেমা খাতুন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ আছে তাসনিম হোসেন নামে আরও এক শিশু।

জিম হোসেন নামে এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।

ফাতেমা খাতুন (৮) উপজেলার বেথুলী গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে ও নিখোঁজ তাসমিম খাতুন (১১) উপজেলার আলাইপুর গ্রামের আব্দুল বারীর ছেলে। জীবিত উদ্ধার হওয়া জিম খাতুন (১০) বেথুলী গ্রামের মোফাজ্জেল হোসেনের মেয়ে।

স্থানীয় দুখু মিয়া জানান, দুপুর ১টার দিকে ফাতেমা, তাসনিম ও জিম গ্রামের একটি পুকুরে গোসল করতে নামে। এ সময় তারা পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা দ্রুত পুকুরে নেমে জিম নামের এক শিশুকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এছাড়া ফাতেমা খাতুনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় তাসনিম নামের আর এক শিশু নিখোঁজ রয়েছে। তাসমিম কয়েক দিন আগে নানার বাড়ি বেড়াতে এসেছে। তাকে উদ্ধারে এখনো স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান চালাচ্ছেন পুকুরটিতে।

কালীগঞ্জ ফায়ার ও সিভিল ডিফেন্স সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, খবর পেয়ে তারা দ্রুত বেথুলী গ্রামের পুকুরে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করেছেন। পুকুরটি অনেক গভীর। এখনো একজন নিখোঁজ রয়েছে। ডুবুরি দল ঘটনাস্থলে আসতে রওনা দিয়েছে।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম জানান, তিনি নিজেই ঘটনাস্থলে রয়েছেন। এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। একজন এখনো নিখোঁজ রয়েছে। অন্য একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো সংবাদ