আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১:৫৮

ঝিনাইদহ মহেশপুরে যুবদল কর্মী মতিয়ার কে গু লি করে হত্যা চেস্টা।

ঝিনাইদহের মহেশপুরে প্রকাশ্য দিবালোকে মতিয়ার রহমান মন্ডল (৫৬) নামে এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে মহেশপুর থানাধীন গাড়াপোতা এবং ভাষণপোতা গ্রামের মাঝামাঝি ফাঁকা মাঠে এ ঘটনা ঘটে।

আহত মতিয়ার রহমান মন্ডল মহেশপুর উপজেলার বাগাডাঙ্গা গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে। তিনি স্থানীয়ভাবে বিএনপির সমর্থক হিসেবে পরিচিত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ঝিনাইদহ শহর থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন মতিয়ার রহমান। পথিমধ্যে গাড়াপোতা ও ভাষণপোতা গ্রামের মাঝামাঝি নির্জন স্থানে পৌঁছালে পেছন থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

হামলায় অভিযুক্ত হিসেবে একই গ্রামের কাশেম ওরফে মধুর দুই ছেলে আকালি (৩৬) ও ইব্রাহিমের (৩০) নাম উঠে এসেছে।

পরে স্বজনরা খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আল হাসান জানান, ভিকটিমের শরীরে আগ্নেয়াস্ত্রের আঘাত রয়েছে এবং তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় প্রেরণের পরামর্শ দেওয়া হয়েছে।

মহেশপুর থানা পুলিশ জানায়, খবর পাওয়ার পরপরই এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের আটকে অভিযান চলছে। পূর্ব শত্রুতা নাকি রাজনৈতিক কারণে এই হামলা, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->