আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:০৯

ঝিনাইদহ-৪ এ বিএনপির মনোনয়ন পেলো রাশেদ,প্রকাশ্যে কান ধরে দল ছাড়লেন কর্মী।

ঝিনাইদহ- ৪ কালীগঞ্জ আসনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে।

গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সংবাদ ছড়িয়ে পড়লে কানে ধরে বিএনপির রাজনীতি আর করবেন না বলে ঘোষণা দেন ফরহাদ হোসেন নামে এক যুবক। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, ফরহাদ হোসেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাইকেলস্ট্যান্ডের দায়িত্বে থাকেন এবং তিনি বিএনপির একজন কর্মী।

এ আসন থেকে স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ ও জেলা বিএনপির উপদেষ্টামন্ডলীর সদস্য সাবেক সংসদ সদস্য শহিদুজ্জামান বেল্টুর সহধর্মিণী মুর্শিদা জামান দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তারা সবাই স্থানীয় রাজনীতিতে আলাদা আলাদা গ্রুপ নিয়ে কর্মসূচি পালন করে আসছেন।

৫২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কানে ধরে দাঁড়িয়ে আছেন ওই যুবক। আর তাকে ঘিরে আছে বেশকিছু লোক। সেসময় ওই যুবক ফরহাদ হোসেন বলতে থাকেন, ‘আমি কানে ধরছি। কালীগঞ্জ-৪ আসনের পক্ষ থেকে। যেহেতু আমি হামিদ অথবা ফিরোজ যেকো একজনের সমর্থক হিসেবে কাজ করতাম। আমরা ধানের শীষ প্রতীকের শহীদ জিয়ার আদর্শের কান্ডারী। তাই আজ ঝিনাইদহ-৪ আসন থেকে এই দুই প্রার্থীর মধ্যে একজনও মনোনয়ন না পাওয়ার কারণে আজ আমি কানে ধরে বিএনপি থেকে ত্যাগ করছি। কারণ, ঢাকা সিটি থেকে যখন ট্রাকের ভর নিতে পারেনি তাহলে ঝিনাইদহ-৪ থেকে ট্রাকের ভর নেবে কোন কায়দায়। তাই এই ভর আমরা ঠেকাতে পারবো না। তাই আজ থেকে সব বন্ধ করে দেবো। কালীগঞ্জে বিগত ১৭ বছর যারা বিএনপির রাজনীতি ঠেকিয়ে রেখেছিলো, তাদের যদি আজ মনোনয়ন না দেওয়া হয় তাহলে কীসের রাজনীতি! এটাই সর্বশেষ আমার কথা।’

সুবর্ণভূমি

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->