আজ - রবিবার, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - ভোর ৫:১৫

টাইগারদের টি-টুয়েন্টি সিরিজ জয়

শুরুতে ঝড় তুললেন সৌম্য সরকার। চার-ছক্কার ফুলঝুরিতে তুলে নিলেন ফিফটি। মাহমুদউল্লাহ রিয়াদ আর শামীম পাটোয়ারীর ঝড়ে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে রেকর্ড-গড়া জয় পেয়েছে বাংলাদেশ। এর আগে এত রান তাড়া করে জিম্বাবুয়ের বিপক্ষে জেতেনি টাইগাররা। 

রোববার (২৫ জুলাই) হারারে স্পোর্টস ক্লাবে ম্যাচের প্রথম ইনিংসে আগে ব্যাট করতে নামে স্বাগতিক জিম্বাবুয়ে। নির্ধারিত ২০ ওভার শেষে তারা ৫ উইকেট হাড়িয়ে সংগ্রহ করে ১৯৩ রান। জিমানবুয়ের পক্ষে মাদেভেরে ৩৬ বলে ৫৪ রান করেন। চাকাবা ২২ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। এছাড়া রাইন বার্ল ৩১ (১৫), মারুমানি ২৭ (২০), মায়ার্স ২৩ (২১) করেন।

জিম্বাবুয়ের বেঁধে দেওয়া ১৯৪ রানের লক্ষ্যে খেলতে নেমে সৌম্যর ৪৯ বলে ৬৮ রানের ইনিংস অনেকটাই এগিয়ে নিয়ে যায় টাইগারদের। এছাড়া সাকিব ২৫ (১৩), মাহমুদুল্লাহ ৩৪ (২৮), শামীম হোসেন করেন ১৫ বলে ৩১ রান। ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।

তার আগেই অবশ্য ৪৮ রান করে আউট হন চাকাভা। ২২ বলের বিধ্বংসী ইনিংসটি সাজান ৬টি ছয়ের সাহায্যে। শেষদিকে ডিওন মেয়ার্সের ২৩ রানের সঙ্গে রায়ান বার্লের ১৫ বলে অপরাজিত ১৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংসের কল্যাণে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেয় হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ১৯৩ রান। বাংলাদেশের হয়ে বল হাতে ১৯ রান দিয়ে ২ উইকেট নেন সৌম্য সরকার।

ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন সৌম্য সরকার। ম্যাব অব দ্য সিরিজও নির্বাচিত হয়েছেন তিনিই।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত