আজ - শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - দুপুর ১:০৩

টিউবওয়েলের পানিতে ডুবে শিশুর মৃত্যু।

টিউবওয়েলের পাড়ে নর্দমায় ডুবে হাসান নামে এক বছরের শিশুর করুন মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার ছালাভরা বন ইটভাটায় এ ঘটনা ঘটে। তার বাবা মা ওই ইটভাটাতেই শ্রমিকের কাজ করে।
নিহত শিশু হাসানের বাবা খুলনা কয়রা উপজেলার মফিজুল ইসলাম জানান, তারা স্বামী-স্ত্রী দু’জনেই বন ইটভাটাতে শ্রমিকের কাজ করে। বুধবার সকালে শিশুপুত্র হাসানকে ভাটার সাথেই বাড়িতে ঘুমিয়ে রেখে কাজে যায় তারা। এর কিছু সময় পরে অন্য শ্রমিককেরা খবর দেয় তার ছেলে কলপাড়ের নর্দমার মধ্যে পড়েছে। এ সময় ভাটার সহকর্মী শ্রমিকেরা শিশুটিকে উদ্ধার করে ‌দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। শ্রমিকরা জানায়, ঘুম থেকে উঠে খেলার ছলে শিশুটি নর্দমার মধ্যে পড়াতে এ করুন মৃত্যুর ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আবু আজিম পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত