আজ - বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - দুপুর ১২:৪২

টিউবওয়েলের পানিতে ডুবে গেলো শিশুর প্রাণ।

যশোরের ঝিকরগাছায় টিউবয়েল পাড়ের গর্তেরপানিতে ডুবে দুই বছরের শিশু সিয়ামের মৃত্যু হয়েছে। স্বজনরা রোববার দুপুরে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত সিয়াম ঝিকরগাছা উপজেলার জয়কৃষ্ণপুর গাজীর দরগাহ গ্রামের শামীম হোসেনের ছেলে।

শিশু সিয়ামের চাচা নাজমুল ইসলাম হাসপাতালে বলেন, শিক্ষকের মা সুমি বেগম রোববার বাড়ির পাশে কল পাড়ে কাজ করছিলাম। এ সময় সিয়াম খেলা করতে করতে পানির গর্তে পড়ে যায়। পরে ভাসছে দেখে তাকে দ্রুত উদ্ধার হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে কর্তব্যরত চিকিৎসক বিচিত্র মল্লিক সিয়াম কে মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসার বিচিত্র মল্লিক জানান, হাসপাতালে আনার আগে শিশুটির মৃত্যু হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত