মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুরোধে সারাদেশে মোট দুই কোটি ১৩ লাখ ৩০ হাজার ৭৪৩ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন এক কোটি ৫৬ লাখ ৩৬ হাজার ৪৬৩ জন ও দ্বিতীয় ডোজের টিকা নেন ৫৬ লাখ ৯৪ হাজার ২৮০ জন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর (এইচআইএস অ্যান্ড ই-হেলথ) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় প্রথম ডোজের টিকা নিয়েছেন এক লাখ ৭৪ হাজার ৮৮০ জন। তাদের মধ্যে পুরুষ ৯৩ হাজার ৫৪১ জন ও নারী ৮১ হাজার ৩৩৯ জন। একই দিনে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন দুই লাখ ৬৫ হাজার ৯৩৫ জন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ৫৫ হাজার ৮৬০ জন ও এক লাখ ১০ হাজার ৬৫ জন নারী।
এদিকে ১৬ আগস্ট বিকেল সাড়ে ৫টা পর্যন্ত করোনার প্রতিষেধক হিসেবে টিকা নিতে ইচ্ছুক নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি ২৬ লাখ ৬২ হাজার ৫০১ জনে।
গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৪৭ হাজার ৩২৫ জন সিনোফার্মের প্রথম ডোজের টিকাগ্রহণ করেন। তাদের মধ্যে পুরুষ ৭৮ হাজার ২৭২ জন ও ৬৯ হাজার ৫৩ জন নারী। এ নিয়ে চীনের সিনোফার্মের প্রথম ডোজের মোট টিকাগ্রহীতার সংখ্যা দাঁড়াল ৭২ লাখ ৭৮ হাজার ৭৩৩ জনে।
সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক লাখ ৪৬ হাজার ২১৩ জন। তাদের মধ্যে পুরুষ ৮৬ হাজার ৬৬ জন ও নারী ৬০ হাজার ১৪৭ জন। এ নিয়ে সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন পাঁচ লাখ ৩৪ হাজার ৩৪৯ জন।
সোমবার মডার্নার প্রথম ডোজের টিকা নেন ২৭ হাজার ৫২৮ জন। তাদের মধ্যে পুরুষ ১৫ হাজার ২৫২ জন ও নারী ১২ হাজার ২৭৬ জন। এ নিয়ে মডার্নার প্রথম ডোজের মোট টিকাগ্রহীতার সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ২৪ লাখ ৮৫ হাজার ৬৮৮ জন। একই সময়ে মডার্নার দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৪৮ হাজার ৭১৩ জন। তাদের মধ্যে পুরুষ ৩০ হাজার ৩৫২ জন ও নারী ১৮ হাজার ৩৬১ জন। এ নিয়ে মডার্নার দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতার সংখ্যা দাঁড়াল ৯৩ হাজার ৪৩ জনে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ফাইজারের কোনো টিকা দেয়া হয়নি। এ পর্যন্ত ফাইজারের প্রথম ডোজের টিকাগ্রহীতা ৫০ হাজার ২৫৫ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় মডার্নার দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক হাজার ১৬৯ জন। এদের মধ্যে পুরুষ ৮৯০ জন ও নারী ২৭৯জন। এ নিয়ে মডার্নার দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৪০ হাজার ২১৩ জন।
২৪ ঘণ্টায় অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজের টিকা নিয়েছেন ২৭ জন। তাদের মধ্যে পুরুষ ১৭ জন ও নারী ১০ জন। ১৬ আগস্ট পর্যন্ত এ টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২১হাজার ৮০৭ জন। একই সময়ে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৬৯ হাজার ৮৪০ জন। তাদের মধ্যে পুরুষ ৩৮ হাজার ৫৫২ জন ও নারী ৩১ হাজার ২৮৮ জন। এ নিয়ে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের মোট টিকাগ্রহীতার সংখ্যা দাঁড়াল ৫০ লাখ ২৬ হাজার ৬৭৫ জন।
উল্লেখ্য, চলতি বছরের গত ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রেজেনেকার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। প্রথমদিকে শুধুমাত্র এই টিকা দেয়া হলেও পরবর্তীতে চীনের সিনোফার্ম, ফাইজার ও মডার্নার টিকা এ তালিকায় যুক্ত হয়।