আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১০:১১

ট্রেনের নিচে কাটা পড়ে মা-ছেলে নিহত

কুমিল্লায় ট্রেনের নিচে কাটা পড়ে মা ও তার দুই বছরের শিশু-সন্তান নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের বুধড়া গ্রামের মো. মানিক মজুমদারের স্ত্রী সুমি আক্তার (২৩) ও তার শিশু সন্তান মাশরাক হোসেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্বাস মিয়া।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, সুমি আক্তার তার শিশুসন্তানকে নিয়ে গুণবতী বাজার থেকে রেললাইন হয়ে বাড়ি ফিরছিলেন। এসময় ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের নিচে তারা কাটা পড়েন। ঘটনাস্থলেই তারা মারা যান। পরে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ