আজ - বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - বিকাল ৩:২২

ড্রোন ব্যবহার করে পেট্রলবোমা ছুড়ছে ইউক্রেন

রাশিয়ান সেনাদের ওপর পেট্রলবোমা ছোড়ার জন্য নতুন একটি ড্রোন ব্যবহার করছে ইউক্রেন। সেটির মাধ্যমে উঁচু থেকে লক্ষ্যবস্তুতে মলোটভ ককটেল বা পেট্রলবোমা ছুড়ছে তারা। খবর প্রকাশ করেছে বিবিসি।

বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত ছবির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, চারটি ব্লেড সমৃদ্ধ ড্রোনটি তৈরি করেছে ইউক্রেনিয়ান টেরিটরিয়াল ডিফেন্স ফোর্সেস। তারা দেশটির সশস্ত্র বাহিনীর অন্তর্ভুক্ত স্বেচ্ছাসেবী সেনাদল।

এদিকে, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থাকে (আইএইএ) ইউক্রেন জানিয়েছে, চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বাহ্যিক বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করতে কাজ শুরু করেছে টেকনিশিয়ানরা।

আরো সংবাদ