আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৭:৪৯

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচন ১৭ অক্টোবর

ঢাকা-৫ ও নওগাঁ- ৬ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

ইসির দেওয়া তফসিল অনুযায়ী এই দুই আসনের ভোটগ্রহণ করা হবে ১৭ অক্টোবর।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের ইসির সিনিয়র সচিব মো. আলমগীর এই নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন।

ইসি সচিব জানায়, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ সেপ্টেম্বর। যাচাই-বাছাই ২০ সেপ্টেম্বর, প্রত্যাহারের শেষ সময় ২৭ সেপ্টেম্বর ও প্রতীক বরাদ্দ ২৮ সেপ্টেম্বর।

ইসি সচিব জানান, ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএমে) মাধ্যমে।

 

আরো সংবাদ