আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১০:১৭

তরুণ চিকিৎসকের লাশের পাশে পড়ে ছিল চিঠি, যা লেখা ছিল

রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ আবাসিক এলাকার একটি বাসা থেকে এক তরুণ চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম জয়দেব চন্দ্র দাস। গত শনিবার রাত ৯টার দিকে নিজ কক্ষের বিছানায় পাওয়া যায় তাঁর মৃতদেহ।

২৫ বছর বয়সী জয়দেব চন্দ্র দাস সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি এফসিপিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁর গ্রামের বাড়ি দিনাজপুরের পার্বতীপুরের দক্ষিণ সালান্দার কুমারীপাড়া গ্রামে। বাবার নাম দিলীপ চন্দ্র দাস ও মা মিনা রানী দাস। তিন ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়।

প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের বরাত দিয়ে খিলক্ষেত থানার ওসি মুন্সি সাব্বির আহমেদ কালের কণ্ঠকে বলেন, জয়দেবের কক্ষে কিছু আলামত পাওয়া গেছে। এর মধ্যে একটি সিরিঞ্জ পাওয়া যায়। সেটি তাঁর বাঁ হাতে লাগানো ছিল। এর বাইরে একটি লাল কলম, দুটি মোবাইল ফোনসেট ও পাঁচটি কেসিএল ইনজেকশনের খালি প্যাকেট ও একটি চিঠি উদ্ধার হয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে, ‘আমার আত্মহত্যার জন্য কেউ দায়ী নয়। আমার আত্মহত্যা ছাড়া দ্বিতীয় কোনো পথ ছিল না। বেঁচে থেকে লাভ কী।’

ওসি বলেন, চিঠিটি তাঁরই লেখা বলে মনে হচ্ছে। তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে অন্য কোনো কারণ আছে কি না এর তদন্ত চলছে।

জয়দেবের বাসায় পুলিশ সিরিঞ্জ ও ওষুধ পেয়েছে জানিয়ে বন্ধু চিকিৎসক প্রান্ত মজুমদার কালের কণ্ঠকে বলেন, ‘সাধারণত শরীরে পানিশূন্যতা দেখা দিলে এই ওষুধ ব্যবহার করা হয়। তবে জয়দেবের এ ধরনের কোনো সমস্যা ছিল না। তাঁর মৃত্যুর ঘটনাটি আমার কাছে রহস্যজনক মনে হচ্ছে।’

জয়দেবের খালাতো ভাই দয়াল চন্দ্র কালের কণ্ঠকে বলেন, জয়দেবের বাবা কৃষক। মা গৃহিণী। জয়দেবকে নিয়ে তাঁদের অনেক স্বপ্ন ছিল।

আরো সংবাদ