আজ - সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ৪:০৩

তুরস্কে আঘাত হানলো শক্তিশালী ধূলি ঝড়, আহত ৬

তুরস্কের রাজধানী আঙ্কারাতে হঠাৎ করে আঘাত হেনেছে শক্তিশালী ধূলি ঝড়। শনিবার আঘাত হানা এই ধূলোর ঝড়ে আহত হয়েছেন প্রায় ৬ ব্যক্তি। শহরের কর্মকর্তারা একথা জানিয়েছেন।

আঙ্কারার গভর্নর ভিসিপ সাহিন টুইটারে জানিয়েছেন, পোলাতলী ও আশেপাশের জেলাগুলোতে প্রবল হাওয়ার জেরে ছয় জন আহত হয়েছেন।

আঙ্কারা শহরের মেয়রের অফিস থেকে শেয়ার করা একটি ভিডিও ফুটেছে দেখা গেছে ঝড়ের মুহূর্ত। ২৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে এগিয়ে আসছে ধূলোর ঝড়, কয়েক মুহূর্তের মধ্যেই সমস্ত বিল্ডিং এর ওপরে আছড়ে পরে সব একেবারে আচ্ছাদিত করে দেয়।

তুর্কি জেনারেল ডিরেক্টর অফ মেটিরিওলজির পোস্ট করা অন্য একটি ভিডিওতে দেখা গেছে, শহরের সব বাড়িগুলোকে গ্রাস করেছে ধূলোর ঝড় এবং বজ্রপাতও হচ্ছে।

গত মাস থেকেই হিটওয়েভ ও খরার মধ্যে দিয়ে যাচ্ছে তুরস্কের আঙ্কারা শহর। আরও বেশ কিছুক্ষণ ওই ধূলোর ঝড় অব্যহত থাকবে বলেও জানানো হয়েছে।

আরো সংবাদ