আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৪৩

দুর্বৃত্তদের গুলিতে চেয়ারম্যান প্রার্থী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নাটঘরে দুর্বৃত্তদের গুলিতে মারা গেছে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও ভাড়ায় চালিত এক মোটরসাইকেল চালক। নিহতরা হচ্ছেন- নান্দুরা গ্রামের মো. এরশাদুল হক (৩৮) ও কুড়িঘর গ্রামের বাদল সরকার (২৭)। এরশাদুল বর্তমান চেয়ারম্যান আবুল কাশেমের ছেলে। শুক্রবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। পূর্ব বিরোধে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে দুর্বৃত্তদের গুলিতে ২ জন নিহতের ঘটনায় উত্তেজনা বিরাজ করছে নাটঘর গ্রামে। প্রতিপক্ষের ঘরবাড়িতে হামলা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টার দিকে নবীনগরের নাটঘর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নান্দুরা গ্রামের মো. এরশাদুল হক (৩৮) ওয়াজ মাহফিল থেকে একটি মোটরসাইকেলে করে বাড়িতে ফেরার পথে কুড়িঘর বাজারের পূর্ব পাশে জনৈক ছিদ্দিক মিয়ার বাড়ি সংলগ্ন রাস্তায় পৌঁছলে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা গুলি করে। এতে মোটরসাইকেল চালক বাদল সরকারের (২৭) মাথায় গুলি লাগলে বাদল ঘটনাস্থলেই মারা যান।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত