আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১১:৪৮

নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

জেলার রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও সংবাদপত্র বহনকারী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভৈরব হাইওয়ে পুলিশের ইনচার্জ খালেদ মাহমুদ খান জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার মরজাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে হতাহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে পারেননি।
আহত দুজন নরসিংদী ও ভৈরবের ভিন্ন দুটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দুর্ঘটনার পর বাসটিকে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ভৈরব হাইওয়ে থানায় নেয়া হয়েছে।

আরো সংবাদ