আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:০২

নাইম-মুশফিকের ফিফটিতে ১৭১ রানের লড়াকু পুঁজি টাইগারদের

দুষ্মন্ত চামিরার বলটা ছিল স্লোয়ার। মুশফিক করেছেন স্কুপ। চার মেরে বাংলাদেশ ইনিংসের শেষটাও ‘পারফেক্ট’ করেছেন তিনি। ৩৭ বলে ৫৭ রানের দারুন ইনিংসে মুশফিক শেষ পর্যন্ত অপরাজিতই থাকলেন। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলল ১৭১ রান, নিশ্চিতভাবেই বেশ ভালো একটা সংগ্রহ।

শুরুটা ইতিবাচক করেছিলেন লিটন দাস ও মোহাম্মদ নাঈম। সর্বশেষ ৭ ইনিংসে ওপেনিংয়ে বাংলাদেশ পেয়েছে সর্বোচ্চ ৪০ রানের জুটি। লিটন অবশ্য ইনিংস বড় করতে পারেননি। ছন্দে থাকা সাকিবের শুরুটা দারুন হলেও আজ ফিরেছেন ২ চারে ১০ রান করার পরই।

তবে বাংলাদেশকে ভালো সংগ্রহের ভিত এনে দিয়েছে নাঈম-মুশফিকের জুটি। ধুঁকতে থাকা মুশফিক আজ শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক। ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ছয় মেরেছিলেন নিজের প্রিয় স্লগ সুইপে। সে শট খেলা এরপর আর থামাননি তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ৭ম আসরে খেলতে এসে প্রথম ফিফটির দেখা পেয়েছেন তিনি।

শেষদিকে আফিফ হোসেন ৬ বলে ৭ রান করে ফেরার পর মাহমুদউল্লাহ করেছেন ৫ বলে ১০ রান।

আরো সংবাদ