আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:৩৩

নাটোরের গুরুদাসপুরে ট্রাক উল্টে খাদে, নিহত ৬

নাটোরের গুরুদাসপুরের কাছিকাটা টোল প্লাজার পাশে একটি মিনি ট্রাক উল্টে খাদে পড়ে দুই নারীসহ ছয়জন নিহত হয়েছেন। 

রোববার দুপুরে যশোর থেকে নাটোরের বনপাড়া হয়ে ঢাকা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, মিনি ট্রাকটির চালক যশোর থেকে ঢাকায় খালি যাওয়ার সময় বনপাড়া থেকে যাত্রী উঠিয়ে নেন। ট্রাকটি উল্টে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে পাঁচজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা। 

হতাহতরা সবাই ওই ট্রাকের যাত্রী ছিলেন। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।

বনপাড়া ফায়ার স্টেশন কর্মকর্তা জানান, ওই মিনি ট্রাকটিতে ১২ থেকে ১৩ জন যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে দুইজন নারী।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন বিষয়টি নিশ্চিত করলেও হতাহতদের নাম ঠিকানা জানাতে পারেননি। তবে একজনের বাড়ি গুরুদাসপুর এলাকায় বলে জানান তিনি। আহতদের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। একজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

আরো সংবাদ