আজ - মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ১০:২৪

নাড়াইলে ০৭ বছর পর হত্যা মামলার রহস্য উদঘাটন

দীর্ঘ ০৭ বছর পর নড়াইল জেলার নড়াগাতী থানা এলাকায় মোঃ মামুন মোল্লা উরফে পাচু মোল্লা হত্যা মামলার মূল রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার করলো পিবিআই যশোর।

গত শুক্রবার  (১মে) ২০১৫ সালে  সন্ধ্যার সময় নড়াইল জেলার নাড়াগাতী থানার পানিপাড়া গ্রামের আঃ রাজ্জাক মোল্লার ছেলে মোঃ মামুন মোল্লা ওরফে পাচু মোল্লা, পুটিমারী বাজারে যায়। পুটিমারী বাজার হতে ঐদিনই রাত অনুমান ০৯.০০  টার সময় নিজ বাড়িতে ফেরার পথিমধ্যে মোঃ মামুন মোল্লা @ পাচু মোল্লা এর মোবাইলে অজ্ঞাতনামা ব্যাক্তি ফোন করে তাকে বরফাঘাটে ডেকে নিয়ে যায়। ঐ’রাতে মোঃ মামুন মোল্লা @ পাচু আর বাড়িতে ফিরে আসে নাই। পরবর্তীতে সোমবার (৪মে) সকাল ০৭.০০  টার সময় দেবদুন গ্রামের পূর্বপাশে মধুমতি নদীর দক্ষিণ তীর হতে মোঃ মামুন মোল্লা @ পাচু এর মৃতদেহ উদ্ধার হয়। উক্ত ঘটনা সংক্রান্তে নিহত মোঃ মামুন মোল্লা @ পাচু এর ভাই মোঃ মিজানুর রহমান বাদী হয়ে ২৫ জনকে বিবাদী করে নড়াইল জেলার নড়াগাতী থানার মামলা নং-০৩, তারিখ-০৫/০৫/২০১৫ খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড দায়ের করেন। নড়াইল জেলা পুলিশ মামলাটির তদন্তকার্য শুরু করেন। একপর্যায়ে মামলাটি তদন্তভার সিআইডি নড়াইলের উপর অর্পিত হলে সিআইডি নড়াইল জেলা মামলাটি তদন্তশেষে ১৬ জন আসামীর বিরুদ্ধে নড়াইল নড়াগাতী থানার অভিযোগ পত্র নং-০৪, তারিখ-২১/০১/২০২০ খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড বিজ্ঞ আদালতে দাখিল করলে বাদীর নারাজির প্রেক্ষিতে বিজ্ঞ আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআই যশোর জেলাকে নিদের্শ প্রদান করেন। বিজ্ঞ আদালতের নির্দেশে মামলাটি পিবিআই, যশোর জেলা গ্রহণ করে মামলার তদন্তভার পুলিশ পরিদর্শক (নিঃ) দেবাশীষ মন্ডল এর উপর অর্পণ হয়। মামলার তদন্তভার গ্রহণ করে পিবিআই প্রধান পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবা মহোদয়ের সঠিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিঃ) দেবাশীষ মন্ডল সঙ্গীয় অফিসার ফোর্স সহ যশোর জেলার চৌকস দল  অভিযান পরিচালনা করে  গত (১৪জুন) সকাল ১১.০০ টার
সময় অভিযুক্ত গোপালগঞ্জ থানার চারতলা এলাকার তরিকুল ইসলাম এর ছেলে  মোঃ সজীব শেখ (৩২), কে ঢাকা বাইপেল শিমুলতলা হতে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্ত মোঃ সজীব শেখ (৩২) পূর্ব বিরোধের জের ধরে শরিফ, কাজল ও সালাই সহ অন্যান্য আসামীরা  ভিকটিম মোঃ মামুন মোল্লা @ পাচু মোল্লাকে পুটিমারি বাজার হতে মোবাইল ফোনের মাধ্যমে ডেকে নিয়ে ভিকটিমের মাথাসহ শরীরের বিভিন্নস্থানে কোপাইয়া সৃশংসভাবে হত্যা করে। ভিকটিমকে হত্যার পর মৃতদেহ গুম করার উদ্দেশ্যে মৃতদেহের পেট ফেড়ে, হাত-পা বেধে তার পরিহিত লুঙ্গীর মধ্যে ইট বেধে অভিযুক্ত মোঃ সজীব শেখ (৩২) এর নৌকায় করে মধুমতি নদীতে ফেলে দেয় মর্মে স্বীকার করে। অভিযুক্ত মোঃ সজীব শেখ (৩২) কে অদ্য ১৫/০৬/২০২২ খ্রিঃ জনাব জুয়েল রানা, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আমলী আদালত নড়াগাতী আদালতে সোপর্দ করা হলে অভিযুক্ত ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত