আজ - শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৯:০২

নড়াইলে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন

নড়াইলে মাদক মামলায় মো. জাহাঙ্গীর আলম ও আব্দুল হাকিম গাজী নামের দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা পলাতক রয়েছে।

বৃহস্পতিবার (০৭ অক্টোবর) সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ব্রজপাটলী (গুচ্ছগ্রামে) গ্রামের আনসার গাজীর ছেলে মো. জাহাঙ্গীর আলম ও একই গ্রামের মৃত হায়াত আলী গাজীর ছেলে আব্দুল হাকিম গাজী।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের আগস্ট মাসের ৭ তারিখ বিকেলে নড়াইল সদর উপজেলার আবাদ গ্রামে যশোর-নড়াইল সড়কে যানবাহন তল্লাশী চালায় নড়াইল ডিবি পুলিশের একটি দল। এসময় যশোর থেকে আসা একটি ইঞ্জিনচালিত আলমসাধু তল্লাশী করে। চালক জাহাঙ্গীর আলম ও সঙ্গে থাকা আব্দুল হাকিমকে জিজ্ঞাসাবাদ করলে তারা গাড়ীতে ফেনসিডিল থাকার কথা স্বীকার করে। তখন তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গাড়ীর নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ১ হাজার ২২৫ বোতল (১২২.৫ কেজি) ফেনসিডিল  উদ্ধার করে।

পরবর্তীতে পুলিশ বাদী হয়ে এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। দীর্ঘ আট বছর শুনানি শেষে মামলায় ০৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।

আসামীরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত