আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৪৯

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দ. সুদানের প্রতিনিধিদলের বৈঠক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত দক্ষিণ সুদানের প্রতিনিধিদল। সোমবার (৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে উভয়পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেছে। বিশেষ করে দ্বিপাক্ষিক প্লাটফর্মে পারস্পরিক সহযোগিতার ওপর বৈঠকে জোর দেওয়া হয়েছে, এর মধ্যে জাতিসংঘে সহযোগিতার বিষয়টি উল্লেখযোগ্য। দক্ষিণ সুদানের প্রতিনিধিদলের প্রধান প্রতিমন্ত্রীকে জানান, এ সফরে তারা বাংলাদেশের বেশ কয়েকটি উৎপাদন শিল্প পরিদর্শন করতে চান।

একই দিনে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গেও বৈঠক করে দক্ষিণ সুদানের প্রতিনিধিদল।

দক্ষিণ সুদানের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী দেং দাউ দেং মালেক আট সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে সোমবার সকালে ঢাকায় আসেন। বিমান বন্দরে দক্ষিণ সুদানের প্রতিনিধিদলকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক মো. তরিকুল ইসলাম।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত