আজ - শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১০:৩৬

পহেলা বৈশাখের অনুষ্ঠানে শিশুদের আনতে নিরুৎসাহিত করলেন ডিএমপি কমিশনার

এবারের পহেলা বৈশাখ অনুষ্ঠানে রমনা এলাকায় খুব একটা খাবারের দোকান থাকবে না, তাই অনুষ্ঠানস্থলে শিশুদের অনতে অভিভাবকদের নিরুৎসাহিত করেছেন ডিএমপি কমিশনার মুহাম্মদ শফিকুল ইসলাম। মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে রমনা বটমূলে পহেলা বৈশাখ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘পহেলা বৈশাখ অনুষ্ঠানে খাবারের দোকান বেশি থাকবে না, তাই আপনার বাচ্চাদের বা শিশুদের নিয়ে না আসাই ভালো।’

নিরাপত্তার কড়াকড়িতে মানুষ শোভাযাত্রায় অংশ নেওয়ায় নিরুৎসাহিত হবে কিনা জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, ‘যারা মঙ্গল শোভাযাত্রায় আসবেন, তারা আগেই তাদের সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। কমিশনারের কথা শুনে কেউ সিদ্ধান্ত নেবে না।’

আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখের অনুষ্ঠান উদযাপিত হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত