আজ - সোমবার, ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা শাওয়াল, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৯:২৫

পাহাড় ধসে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ৫জন এবং পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ভারী বর্ষণে পাহাড় ধসে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ৫জন নিহত এবং পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উখিয়া ও টেকনাফে থেমে-থেমে ভারী বর্ষণ হয়।এতে পাহাড় ধসে পাঁচ রোহিঙ্গা নিহত হয়। এছাড়া পানিতে ডুবে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমদ বলেন, উখিয়ায় পাহাড় ধসে তিন শিশু ও দুই নারী নিহত হন। নিহতরা আলাদা দু’টি পরিবারের সদস্য। পাহাড় ধসে ক্যাম্পের আরো কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরো সংবাদ