আজ - মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - বিকাল ৫:০২

পিএসজিতেই থাকছেন নেইমার

প্রতি মৌসুমের শুরুতেই ব্রাজিল তারকা নেইমারের দলবদল নিয়ে গুঞ্জন ওঠে। ফের বার্সেলোনায় ফিরছেন নেইমার—প্রায় এমন শিরোনামে দেখা যায়। এবার এই গুঞ্জন একেবারে বন্ধ করে দিল প্যারিসের ক্লাব পিএসজি। ব্রাজিল তারকার সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছে লিগ ওয়ানের দলটি। এমনটাই জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম লেকিপ।

২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফিতে প্যারিসে পাড়ি জমান নেইমার। এরপরই বারবার নেইমারের বার্সায় ফিরে আসার কথা ওঠে। কিন্তু এবার সেই গুঞ্জন আর উঠতে দিচ্ছে না পিএসজি। ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, নেইমারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে পিএসজি। নতুন চুক্তি অনুসারে ২০২৬ পর্যন্ত প্যারিসেই থাকবেন নেইমার।

২০১৭ সালের চুক্তি অনুযায়ী ২০২২ সালের জুন পর্যন্ত পিএসজিতে থাকতে পারতেন নেইমার। সেই হিসাবে আরো এক বছর নেইমারের সঙ্গে পিএসজির চুক্তি রয়েছে। কিন্তু বারবার গুঞ্জন ওঠার কারণে আগেই চুক্তি সেরে নিয়েছে পিএসজি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত