আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৪৪

পিএসজিতে থাকলে এমবাপ্পের ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা আছে

কিলিয়ান এমবাপ্পেকে পিএসজির সাথে চুক্তি নবায়নের অনুরোধ জানিয়ে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের সভাপতি নোয়েল লি গ্রায়েট জানিয়েছেন ফ্রান্সে থাকলেই কেবলমাত্র এই তরুল স্ট্রাইকার তার স্বপ্ন পূরণ করতে পারবে।
লি গ্রায়েটের মতে  ফরাসি এই খেলোয়াড়ের বিশ্বের অন্য যেকোন দলের তুলনায় পিএসজিতে থাকলেই ব্যালন ডি’অর জয় করা সহজতর হবে। বেশ কিছুদিন ধরেই রিয়াল মাদ্রিদ এমবাপ্পের ব্যপারে আগ্রহ দেখিয়ে আসছিল। গত মৌসুমে বেশ কয়েকবার তার সাথে চুক্তির প্রায় দ্বারপ্রান্তে পৌঁছে গেলেও সফল হতে পারেনি গ্যালাকটিকোরা।
স্থানীয় গণমাধ্যমে লি গ্রায়েট বলেছেন, ‘আমি চাই কিলিয়ান প্যারিসেই থাকুক। ফরাসি ফুটবলের জন্য বিশ্বের অন্যতম একজন সেরা খেলোয়াড়কে ধরে রাখাটা গুরুত্বপূর্ণ। এমনকি তার মাধ্যমে ফরাসি লিগও সমৃদ্ধ হবে। অন্য যেকোন দলের  তুলনায় পিএসজিতে থাকতে পারলে তার জন্য ব্যালন ডি’র জয় করাটা সহজ হবে। যখন কোন খেলোয়াড় ক্লাব পরিবর্তন করে তখন তার নতুন পরিবেশের সাথে মানিয়ে নেবার জন্য সময় ব্যয় করতে হয়। পিএসজি এখনো বিশ্বের অন্যতম সেরা ক্লাব বলেই আমি বিশ্বাস করি।’
এদিকে গত রোববার মোনাকোর বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে ৩-০ গোলের পরাজয়ের পর এমবাপ্পে তার হতাশা ব্যক্ত করেছেন। এ সময় এমবাপ্পে বলেন, ‘প্রত্যেকের একটাই লক্ষ্য দশম লিগ শিরোপা জয় করা। বাকি কিছুই কারো মাথায় নেই। এমনকি আমরা যদি ৮-০ কিংবা ৯-০ ব্যবধানেও জয়লাভ করি তাহলে সবাই চ্যাম্পিয়ন্স লিগের কথা বলতে থাকে। আমাদের অবশ্যই আরো বেশী পেশাদার হয়ে উঠতে হবে। একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে। যারা আমাদের সমর্থন করছে সেই সমর্থকদের প্রতিও আমাদের শ্রদ্ধা থাকতে হবে। একইসাথে আমাদের পরিবার, বন্ধুদের কথাও মাথায় রাখতে হবে। নিজেদের কাজের মাধ্যমেই আমরা অন্য মানুষের শ্রদ্ধা আদায় করে নিতে পারবো।’

আরো সংবাদ