আজ - শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ১০:০৩

‘১২ই আগস্ট ঈদুল আজহা’

আগামী ১১ই আগস্ট সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনায় এ খবর প্রকাশিত হয়েছে। সেক্ষেত্রে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ই আগস্ট বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি (বিএএস)।

বিএএসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১লা আগস্ট সকাল ৯টা ১২ মিনিটে বর্তমান চাঁদের অমাবস্যা কলা পূর্ণ করে নতুন চাঁদের জন্ম হবে। এদিন, চাঁদের কোন অংশ আলোকিত থাকবে না, ফলে দেশের আকাশে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই। পরের দিন, ২রা আগস্ট চাঁদের ৩ শতাংশ আলোকিত থাকবে এবং আকাশ মেঘমুক্ত থাকলে চাঁদ স্পষ্টভাবে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সাধারণত, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পালিত হওয়ার পরদিন বাংলাদেশে ঈদুল আজহা পালিত হয়। আবুধাবির ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের পরিচালক মোহাম্মদ শওকত ওদেহ জানিয়েছেন, পবিত্র জিলহজ মাস শুরু হবে ২রা আগস্ট (শুক্রবার) থেকে এবং সৌদি আরবের মক্কা নগরীতে মুসলিমগণ পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সমবেত হবেন ১০ই আগস্ট (শনিবার)।

আরো সংবাদ