আজ - রবিবার, ৩০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা শাওয়াল, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - বিকাল ৫:৫৩

ফিল্ডিংয়ে বাংলাদেশ, শরিফুলের অভিষেক

পাল্লেকেলেতে আজ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। একাদশে ১টি পরিবর্তন আনা হয়েছে বাংলাদেশ দলে।

টেস্ট অভিষেক হচ্ছে পেসার শরিফুল ইসলামের। পেসার ইবাদত হোসেনের জায়গায় দলে ডাক পেলেন তিনি। পাল্লেকেলেতেই প্রথম টেস্টে ড্র করেছিল দুই দল।

প্রথম টেস্টে ব্যাটিংবান্ধব উইকেটের সমালোচনা হয়েছিল। শ্রীলঙ্কার মাটিতে টানা ২৮ টেস্টে হার কিংবা জিতের পর প্রথম ড্র দেখা গিয়েছে সিরিজের প্রথম টেস্টে। প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলই রাখা হয় দ্বিতীয় টেস্টের জন্য। বিজ্ঞাপন

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

আরো সংবাদ