আজ - রবিবার, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৪:৪০

ফেনীতে গণধর্ষণের দায়ে তিন ধর্ষকের মৃত্যুদন্ড

জেলার সোনাগাজীতে সংখ্যালঘু কিশোরীকে ধর্ষণের অপরাধে তিন ধর্ষকের মৃত্যুদন্ড দিয়েছে আদালত। একইসাথে প্রত্যেককে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলো- মোহাম্মদ লাতু মিঞা, জাহাঙ্গীর আলম ও আবুল কাশেম।
আজ বৃহস্পতিবার দুপুরে এ মৃত্যুদন্ডাদেশ দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক ওসমান হায়দার। এ মামলায় অপর আসামি ফারুককে বেকসুর খালাস প্রদান করা হয়। রায় ঘোষণার সময় আদালতে ওমর ফারুক ছাড়া অন্য আসামীরা পলাতক ছিলেন।
রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করে সিনিয়র আইনজীবী(এপিপি) ফরিদ উদ্দিন হাজারী, তিনি জানান, ২০০৩ সালের ১৩ মে ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুরে রসুল আহম্মদের ছেলে মোহাম্মদ ফারুক, আবুল কালামের ছেলে জাহাঙ্গীর আলম ও আবদুর রশিদের ছেলে আবুল কাশেমসহ অজ্ঞাত একজনসহ রাত দু’টার সময় ঘরে ঢুকে সংখ্যালঘু কিশোরীকে মায়ের সামনে গণধর্ষণ করে। এসময় ধর্ষিতার মাকে বেঁধে রাখে ধর্ষকদল।
এ ঘটনার পরদিন কিশোরীর মা কৃষ্ণবালা দাস সোনাগাজী মডেল থানায় ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন। পরে ৯ জন সাক্ষির সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলার রায় ঘোষণা করা হয়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত