আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:১১

ফের রেকর্ড সংক্রমণ দেখলো বিশ্ব।

আন্তর্জাতিক ডেস্ক।। ফের করোনার রেকর্ড সংক্রমণ দেখলো বিশ্ব। ২৪ ঘণ্টার ব্যবধানে নতুন শনাক্ত হয়েছেন এক লাখ ৩৫ হাজার। মারা গেছেন প্রায় পাঁচ হাজার মানুষ। এতে মোট মৃত্যু দাঁড়িয়েছে প্রায় চার লাখ। আক্রান্ত ৬৮ লাখ ৫১ হাজারের বেশি মানুষ।

এদিকে, ব্রাজিলে একদিনে ১ হাজার ৮ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন ৩০ হাজারের বেশি। দেশটিতে মোট মৃত্যু ছাড়িয়েছে ৩৫ হাজার, আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার।

যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৬৫ হাজারের বেশি।  মৃত্যু ১ লাখ ১১ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় প্রাণহানি ৯৭৫ জনের। ইতালিকে ছাড়িয়ে আক্রান্তের সংখ্যায় শীর্ষ ছয়ে এখন ভারত। দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৬ হাজারের বেশি। মৃত্যু ছাড়িয়েছে সাড়ে ৬ হাজার।

অন্যদিকে জার্মানিকে ছাড়িয়ে এবার আক্রান্তের সংখ্যায় শীর্ষ আটে দক্ষিণ আমেরিকার দেশ পেরু। দেশটিতে মোট আক্রান্ত ১ লাখ ৮৭ হাজারের বেশি। এছাড়া, করোনা সংক্রমণ রোধে জনসমাবেশস্থলে মাস্ক পরা বাধ্যতামূলক করার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আরো সংবাদ